বানারীপাড়ায় বসতঘরে অগ্নিকাণ্ড : ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বানারীপাড়ায় ইলুহার গ্রামের ব্যবসায়ী মো. মিরাজ হোসেনের বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বেলা ১টায় মিরাজের বসতঘরের দোতলায় বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম জানান।
এদিকে মিরাজের চাচা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মহসিন মাস্টার জানান, শুক্রবার বেলা ১টায় তিনি ও তার ভাতিজা পাশর্^বর্তী মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এর ১০ মিনিট পরেই তারা বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখান থেকে ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় তারা মিরাজের বসতঘরের দোতলায় আগুন জ¦লতে দেখে পাশর্^বর্তী খাল ও পুকুরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা সন্ধ্যা নদীর ফেরী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই মিরাজের বসতঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
এবিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আবুল হোসেন ছুটিতে থাকায় তার বরাত দিয়ে ওই অফিসের ফায়ার ফাইটার মো.হাসান মাহমুদ রাজিব জানান, খবর পেয়ে তারা গাড়ি নিয়ে সন্ধ্যা নদীর ফেরী পার হয়ে ইলুহার ইউনিয়নের জনতা বাজারে পৌঁছার পূর্বেই ঘটনাস্থল থেকে তাদেরকে ফোন করে আগুন নিভে গেছে তাদের আর সেখানে যাওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়।
এ বিষয়টি তারা কন্ট্রোল রুমে যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সেখান থেকেই তাদেরকে ফিরে আসার নির্দেশ দেন। এদিকে খবর পেয়ে ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযেগিতার আশ^াস দেন।
এমবি