ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন সিলগালা, জরিমানা আদায়

বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন সিলগালা, জরিমানা আদায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায়  বর্ণমালা কিন্ডারগার্টেন খোলা রেখে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন এবং কিন্ডারগার্টেনের পরিচালক অপু চন্দ্র দাসের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) মো. মিজানুর রহমান বলেন, বর্ণমালা কিন্ডারগার্টেন করোনাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত এক সপ্তাহ ধরে ৩টি ক্লাস রুমে প্রায় দুইশত কোমলমতি শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করছিলো। সেখানে প্রায় ৫০জন অভিভাবক উপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন