মুলাদীতে দুইদিন ধরে বৃদ্ধ নিখোঁজ

বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও উত্তর চরডাকাতিয়া গ্রামের নুর আলম সরদার (৬০) নামে এক বয়স্ক বৃদ্ধ দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।
বৃদ্ধের পুত্র ও থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ী থেকে ওষুধ কেনার জন্য মুলাদী এসে আর বাড়ী ফেরেননি বৃদ্ধ নুর আলম সরদার। আসর বাদ ও সন্ধ্যায় বাড়ীতে না ফিরলে স্বজনরা মুলাদী এসে এবং আত্মীয়দের বাড়ীতে খোঁজ খবর নিয়ে কোথাও তার কোন সন্ধান পাননি। এ নিয়ে পরিবার পরিজন ভীষণ চিন্তা ও গভীর উদ্বিগ্ন রয়েছে।
পিতাকে না পেয়ে সন্তানরা হন্যে হয়ে খুঁজছেন। মুলাদীতে মাইকিংও করছেন কিন্তু কোথাও তার কোন হদিস মিলছে না। বৃদ্ধেও খোঁজ পেলে মুলাদী থানায় অথবা পরিবারের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবারের সদস্যবৃন্দ।
এমবি