ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে জখম

মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মুক্তা বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা জানান, রামপুর গ্রামের সজীব শিকদার গংদের সাথে প্রতিবেশী সোহেল মাঝি গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। 

এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ শনিবার দুপুরে সজিব সিকদারের স্ত্রী মুক্তা বেগম বাড়ি থেকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে রামনাথপুর গ্রামের রবিউল্লার দিঘির পারে পৌঁছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা সোহেল মাঝি, মহিউদ্দিন, রুবেল মাঝি, মাসুদ মাঝি, মনির হোসেন, উজ্জ্বল মাঝি গংরা লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। 

হামলায় গৃহবধূ মুক্তা বেগম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। 

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু গণমাধ্যমকে জানান, গৃহবধূর উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন