বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ব্রিজে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুিখ সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুবুর রহমান জানান, সকাল ১০টার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেলযোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরে যাচ্ছিলেন।
পথিমধ্যে দুর্ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার নিহত ও আরোহী এরশাদ বেপারী গুরুতর আহত হব। নিহত শফিকুল পৌরসভার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাদারের পুত্র।
এমবি