চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা চেষ্টা!

নগরীর চকবাজার এলাকায় সঞ্জীব সাহা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল পাঁচটায় দিকে চকবাজার শাড়ি মিউজিয়াম নামক দোকানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সঞ্জীব সাহা ওই এলাকার মৃত ভোলানাথ সাহা’র ছেলে এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহত সঞ্জীব সাহা জানান, ‘ব্যবসার সুবাদে চকবাজারের ব্যবসায়ী কাজলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি কাজলের দোকান নিয়ে তার মামা খোকন গন্ধির সাথে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কাজল তার বন্ধু সঞ্জীবের সাথে আলাপ-আলোচনা করে। এতে খোকন গন্ধি এবং তার সহযোগিতা আরও ক্ষিপ্ত হন। এ নিয়ে প্রায় সঞ্জীব সাহা ও তার পরিবারকে নানাভাবে ভয়-ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছিলেন খোকন।
এর ধারাবাহিকতায় ঘটনার দিন গত শনিবার বিকেলে সঞ্জীব সাহা চকবাজারে শাড়ি মিউজিয়ামের মালিক আশরাফউদ্দিন আহমেদ ইমরাজের সাথে প্রয়োজনীয় কাজে দোকানে বসে কথা বলছিলেন। হঠাৎ খোকন গন্ধি তার সহযোগীদের নিয়ে শাড়ি মিউজিয়ামে সঞ্জীবের ওপর হামলা করেন। এক পর্যায় খোকন গন্ধি ও কবির সহ অজ্ঞাতনামা কয়েকজন লোহার টুল দিয়ে সঞ্জীবকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ স্বজনদের। এসময় দোকান স্টাফরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেন।
সম্পর্কিত বিষয়ে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, ‘চকবাজারে হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি