ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news
৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ

পশু কুরবানির জন্য ১৪২ স্থান নির্ধারণ বিসিসি’র

পশু কুরবানির জন্য ১৪২ স্থান নির্ধারণ বিসিসি’র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২ টি স্থান নির্ধারণ করা হয়েছে। সেইসাথে ছয় ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ করবে রিচ্ছন্নতা বিভাগের ১ হাজার কর্মী।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভ্যাটেনারি সার্জন চিকিৎসক রবিউল ইসলাম বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

 
ওয়ার্ড বড় হলে সেখানে নির্ধারিত স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে। আর প্রতিটি নির্ধারিত স্থানে কোরবানির পশুর বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ ও জবাইয়ের স্থান জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, কোরবানির দিন দুপুর ২টা থেকে ৬ ঘন্টার টার্গেট ঘোষানা করা হয়েছে, এরমধ্যে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের ক‍ুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। এক্ষেত্রে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের পাশাপাশি পানি শাখার কর্মীরা কাজ করবেন।

এদিকে, নগরবাসী যারা নির্ধারিত স্থানে পশু কোরবানি করছেন না, পরিবেশের বিনষ্ট না করে তাদের নিজ দায়িত্বে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহবান জানানো হয়েছে। নিয়মিতো পরিচ্ছন্নতা কাজের ধারাবাহিকতায় সেখান থেকে বর্জ্য অপসারণ করবে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন