ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

ত্যাগের মহিমায় শান্তি ফিরে আসুক প্রতিটি মানুষের জীবনে-পংকজ নাথ এমপি

ত্যাগের মহিমায় শান্তি ফিরে আসুক প্রতিটি মানুষের জীবনে-পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ ঈদুল আজহা উপলক্ষে সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বস্তরের মানুষের সাথে ঈ শুভেচ্ছা বিনিময়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, ত্যাগের মহিমায় শান্তি ফিরে আসুক পৃথিবীর বুকে ও প্রতিটি মানুষের জীবনে। সুরক্ষার সাথে পালিত হোক ত্যাগ আর উৎসর্গের এই ঈদ। মানবতা, ভালোবাসা ও আত্মত্যাগে উদ্ভাসিত হোক ধরণী। 

এসময় সাংসদ পংকজ নাথ করোনা মহামারিতে সকলকে সুস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক আবুয়াল তছলিম, উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ বুলবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন