যাত্রীকে মারধর করে নদীতে নিক্ষেপ, মূল হোতা গ্রেপ্তার

বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রীকে মারধর করার ঘটনায় গতকাল রাতে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তুহিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনার মূল হোতা তুহিন সরদারকে মুলাদী থেকে গ্রেপ্তার করে।
যাত্রীকে মারধরের ঘটনায় মঙ্গলবার বিকেলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে ঝড় তোলেন হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ এবং বাবুগঞ্জ উপজেলার মানুষ। তারা এই ঘটনার বিচার দাবি জানিয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এমবি