ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইতিমধ্যে ট্রলার ধোয়া মোছাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। রাত বারোটার সঙ্গে সঙ্গেই ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। 

সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। বছর জুড়ে ইলিশের আকাল আর করোনার প্র্যাদুর্ভাবে 
বিপর্যস্ত দখিনের জেলেরা এ নিষেধাজ্ঞায় বেশ হতাশ হয়ে পড়ছিলেন। এছাড়া এসময়ে সরকার প্রদেয় অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ। 

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রায় সত্তর হাজার নিবন্ধিত জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে আলীপুর মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে এমন প্রত্যাশা সকলের।


 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন