ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

ছিন্নমূলকে খাওয়াতে ‘উদ্যোগ’ কে ১৬০ কেজি মাংস দান

ছিন্নমূলকে খাওয়াতে ‘উদ্যোগ’ কে ১৬০ কেজি মাংস দান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গতবছর লকডাউন শুরুর পর থে‌কেই ব‌রিশাল নদী বন্দ‌রে কর্মহীন ২৫০ মানুষ‌কে প্রতি‌দিন রা‌তে রান্না করা খাবার বিতরণ শুরু ক‌রে ব‌রিশা‌লের সাংবা‌দিক‌দের সংগঠন ‘উদ্যোগ’ । সেই থেকে যতবারই লকডাউন ঘোষণা ক‌রেছে সরকার ততবারই এখানকার কর্মহীন ও অসহায় মানুষ‌দের খাবার দি‌য়ে‌ছে সাংবা‌দিক‌দের এই সংগঠন। সাংবা‌দিক‌দের এই আ‌য়োজ‌নে এবার শা‌মিল হ‌য়ে‌ছেন বি‌ভিন্ন স্ত‌রের মানুষ। এবা‌রের কোরবানীর ঈ‌দে অসহায় মানুষ‌দের জন্য এই সংগঠ‌নে ১৬০ কে‌জি মাংস দান ক‌রা হ‌য়ে‌ছে।

রোববার বিকা‌লে ‘উদ্যাগ’ এর প্রধান সমন্বয়কা‌রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম জা‌কির হো‌সেন বলেন, কুরবানির ঈদের পূর্বেই আ‌মি এবং আমা‌দের সংগঠনের অন্যান্য সদস্যরা প‌রি‌চিত লোকজন‌ অর্থাৎ যারা স্বাবলম্বী তাদের কা‌ছে ব‌লে রে‌খে‌ছিলাম অসহায়দের খাবার হিসেবে দেয়ার জন্য কুরবানির মাংস আমাদের সংগঠ‌নে দিতে। কুরবানির দিন থেকেই অনেক মাংস আমাদের কাছে আসতে শুরু করে।

তিনি বলেন, এক পর্যায় দেখলাম একটি ফ্রিজ ভাড়া করতে হয়। তবে তাতেও সব মাংস রাখা সম্ভব হয়নি। পরে হিসেব করে দেখলাম আমাদের কাছে ১৫০ কেজি গরুর এবং ১০ কেজি খাসির মাংস দান করেছেন আইনজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ।

‘উ‌দ্যগ’ এর সংগঠক মুশ‌ফিকুর রহমান সৌরভ ব‌লেন, ২৩ জুলাই থেকে চতুর্থ দফায় রা‌তে আবারও রান্না করা খাবার বিতরণ শুরু করা হ‌য়ে‌ছে। প্রথম‌দিন দুইশ মানুষ‌কে ভাত, লাউতরকারি, ডাল এবং গরুর মাংস রান্না ক‌রে খাওয়ানো হয়েছে। এসব মানুষের স্বাস্থ্যগত দিক বি‌বেচনা ক‌রে ২৪ জুলাই ভাত, ডিম, আলু তরকা‌রি আর লাউ-ডাল দেয়া হ‌য়ে‌ছে। এক‌দিন পর পর আমা‌দের সংগ্রহে থাকা মাংস রান্না ক‌রে এসব মানুষ‌কে খাওয়ানো হ‌বে। যারা মাংস দি‌য়ে আমাদের এই আ‌য়োজ‌নে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন তা‌দের প্রতি আমরা কৃতজ্ঞ।

প্রসঙ্গত, সাংবা‌দিক‌দের সংগঠন ‘উদ্যাগ’ এর এই কার্যক্রমে এর আ‌গে সহ‌যো‌গিতার হাত বাড়িয়ে দেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন