বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

বিএনএস পিআর: চট্রগ্রামে বসবাসরত বরিশাল বিভাগের নাগরিকদের নিয়ে বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 'চট্টগ্রামে বরিশাল কমিউনিটির সামাজিক বন্ধন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিকদের সংগঠন- বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রামে একটি শাখা সংগঠন প্রতিষ্ঠা করে। মঙ্গলবার বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক এই কমিটি অনুমোদন প্রদান করেন।
বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি হলো- রাজিব উদ্দিন হাসান -আহ্বায়ক, মো: ইকবাল হোসেন শিবলু -সদস্য সচিব, খায়রুল কবির -সদস্য, শাহাদাত হোসেন লিটন -সদস্য, ইমদাদুল হক রুবেল -সদস্য এবং ফিরোজ আহমেদ আকাশ-সদস্য।
বরিশাল নাগরিক সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক এম স্বজল মাহমুদ এবং বিএনএস লিগ্যাল এইড বাংলাদেশ এর উপপরিচালক ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক এ. কে. এম. ইউনুছ আলী প্রমুখ।
এমবি