গৌরনদীতে কোভিড-১৯ টিকা গ্রহণের দীর্ঘ লাইন

বৈশ্বিক মাহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন পড়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাউছার জানান, দেশে প্রথম পর্যায়ে সরকারিভাবে বিনামূল্যে টিকা সরবরাহ করা হলেও লোকজনের অনীহার কারণে টিকা না নেয়ায় শেষ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা ফেরত গেছে।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথে টিকা গ্রহণকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এমবি