আগৈলঝাড়ায় আরও ২৯ জনের করোনা ভাইরাস শনাক্ত

বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৫শত ১১ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার ৫৬ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে হাসপাতাল ল্যাবে র্যাপিড টেস্টের মাধ্যমে ৩৬ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ২২ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ২০ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৭ জনেরসহ মোট ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ২৯ জন ব্যক্তি সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এমবি