ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

অসহায় দুই পরিবারের পাশে জেলা প্রশাসন 

অসহায় দুই পরিবারের পাশে জেলা প্রশাসন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেয়ের জন্য দুধ কিনতে না পারা সেই আর্টিস্ট বাবাকে সহায়তা করেছে বরিশাল জেলা প্রশাসন। শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আর্টিস্ট মাহবুব আলমের বাসায় যান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহবুব আলমের স্ত্রী ঝুমুর হাওলাদারের হাতে এক বস্তা চাল ও দুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন। 

সাজ্জাদ পারভেজ বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো করোনা অনেকের জীবনের গতিপথ থামিয়ে দিয়েছে। সংবাদটি দেখার পর আমি মর্মাহত হয়েছি এই বাবার অবস্থানের কথা চিন্তা করে। একইভাবে সংবাদটি জেলা প্রশাসক স্যারের দৃষ্টিগোচর হয়। তিনি নিজেই আমাকে বলেছেন অসহায় এই বাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। স্যারের নির্দেশ মোতাবেক আজকে খাদ্যসহায়তা ও নগদ অর্থ নিয়ে এসেছি। পরবর্তীতে আবেদন করলে জেলা প্রশাসন থেকে আরও অর্থসহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান। 

অন্যদিকে অসহায় আর্টিস্ট মাহবুব আলমকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বরিশালের এক বাসিন্দা অর্থ সহায়তা পাঠিয়েছেন। নিজের নাম-ঠিকানা প্রকাশ না করার শর্তে ওই অস্ট্রেলিয়া প্রবাসী সকালে দৈনিক মতবাদ এর বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করে অর্থ সহায়তা পাঠান। সেই সহায়তা মাহবুব আলমের কাছে পৌঁছে দেওয়া হয়।

ওদিকে পিতার অসুস্থতার জন্য কলা বিক্রি হতে বের হওয়া ছোট্ট শিশু রাফির পরিবারকেও সহায়তা করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, লবণ, ফলমূলসহ অন্যান্য খাদ্যসামগ্রী নগরীর আলেকান্দা এলাকার বাসায় গিয়ে রাফির পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। 

এ ব্যাপারে সাজ্জাদ পারভেজ বলেন, রাফির পরিবারের দুর্দশার চিত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নজরে পড়ে। তিনি পরিবারটিকে সহায়তার নির্দেশনা দেন। শুক্রবার জরুরি সহায়তার অংশ হিসেবে তাকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া রাফির পড়াশোনার জন্য যাবতীয় সহযোগিতা করা হবে। 

চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী রাফির বাবা মোজাম্মেল জলিল ভ্যানে করে মৌসুমি ফল বিক্রি করেন। কিন্তু জ্বরের কারণে কয়েকদিন ধরে তিনি বাড়ির বাইরে বের হতে পারছিলেন না। এদিকে ঘরে খাবারও শেষ। এতে সংকটে পড়ে মোজাম্মেল জলিলের পুরো পরিবার। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সহায়তা করেন জেলা প্রশাসন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন