কলাপাড়ায় ছাত্র নেতার কব্জি কর্তনের ঘটনায় অস্ত্র উদ্ধার

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছাত্রনেতার মায়ের দায়েকৃত মামলায় ৫ নং আসামী রুবেল শিকদারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটায় মিঠাগঞ্জ ইউপির মেলাপাড়া গ্রামে রুবেলের মলিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মামলার বাকি আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।
এমবি
