ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন: অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন: অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছাত্রনেতার মায়ের দায়েকৃত মামলার আসামী রুবেল শিকদারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে গ্রেফতারকৃত রুবেলের মলিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতী উদ্ধার করে পুলিশ। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম (২৫) কে কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল শিকদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার হয়। 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলার বাকি আসমীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন