ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

নগরীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনী কেডিসি) থেকে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী কিশোরী গৃহবধূ নুসরাত জাহান ইভা শুক্রবার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। লাশ শনিবার সকালে উদ্ধার করে মর্গে প্রেরণ করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

নুসরাত জাহান ইভা নগরীর ১১ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম কলোনীর নুরুল ইসলামের মেয়ে এবং ১০ নম্বর ওয়ার্ড কেডিসি কলোনীর বাসিন্দা রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে রবিউল ইসলামকে মাস তিনেক পুর্বে বিয়ে করে ইভা। এর পর থেকেই সে স্বামীর সাথে কেডিসি কলোনীতে বসবাস করছিলো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার আওয়াজ পান কলোনীর বাসিন্দারা। পরে শনিবার সকালে খবর আসে নুসরাত গলায় ফাঁস দিয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়জুল হক জানান, লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে গ্রহণ করলেও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন