বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের চিঠি

বরিশালের বানারীপাড়া উপজেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ বরিশাল জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থ বছরে সংগঠনের নামে লাখ টাকা বরাদ্দ নিয়ে একটি ভাড়াটিয়া ভবনের নিচ অংশে কেবল নামফলক সাঁটিয়েছেন।
এমন একটি পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসে। যার প্রেক্ষিতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদার স্বাক্ষরিত সংগঠনের একটি পত্রে জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সরকারি কিংবা বেসরকারি প্রকল্পের ঠিকাদারী/ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নয়।
সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় পথচলা একটি সাংস্কৃতিক সংগঠন। এর বাহিরে গিয়ে সংগঠনের নাম ভাঙিয়ে শরীফ উদ্দিন আহমদ বরিশাল জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থ বছরে লাখ টাকার একটি প্রকল্পের সভাপতি হন।
প্রকল্পের সভাপতি হয়ে বানারীপাড়া পৌর শহরে যুবদলের নেতার মালিকানাধীন ভবনের একটি রুমের নিচ অংশে কেবলমাত্র নামমফলক সাঁটিয়ে বাকি টাকা কি করেছেন তা স্পষ্ট নয়।
ফলে প্রকল্পের অর্থ ব্যয় করার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে বলেও ওই পত্রে উল্লেখ করেছেন। ওই পত্রে বিষয়টি অনুসন্ধান করে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকল্পের ওই সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
কার্যার্থে ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বানারীপাড়া বরাবরে।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,পৌর মেয়র, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরর সভাপতি/ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি/ সম্পাদক বরাবরে।
এমবি