ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় দুই গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়ায় দুই গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধূ। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টায় উপজেলার চক্রিবাড়ি গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী শান্তনা বেগম (৪০) পারিবারিক কলহের কারণে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। 

শান্তনার স্বামী খোকন জানান, সামান্য বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হলে আমার স্ত্রী অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। 
পরে অসুস্থ অবস্থায় শান্তনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে শ্বশুর-শাশুড়ি ও ননদের নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন অপর এক এক গৃহবধূ। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের রতন বাড়ৈর  স্ত্রী তিন সন্তানের জননী কাজল বাড়ৈ (৪০) কে পারিবারিক কলহের কারণে শ্বশুর-শাশুড়ি ও ননদ শারীরিক নির্যাতন করেন। 

কাজলের স্বামী রতন জানান, পারিবারিক কলহের কারণে আমার বাবা ধীরেন বাড়ৈ, মা প্রফুল্লা রানী বাড়ৈ ও বোন মনিকা বাড়ৈ প্রায় সময়ই আমার স্ত্রীকে শারীরিক নির্যাতন করত। যে কারণে কাজল অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে অসুস্থ অবস্থায় কাজল বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
কাজলের শ্বশুর ধীরেন বাড়ৈ বলেন, সামান্য ঝগড়া হয়েছে। এতে করে আমার ছেলের স্ত্রী বিষপান করে। 

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন