ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ৩৭ বছর চাকুরি জীবনশেষে অবসরে গেছেন বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের কনস্টেবল মো. সেলিম হাওলাদার। তার এই বিদায় অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে আয়োজন করে আগৈলঝাড়া থানা পুলিশ। 

শনিবার বিকেলে থানার সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে কনস্টেবল মো. সেলিম হাওলাদারের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও থানা পরিদর্শক মো. গোলাম সরোয়ার। 

এসময় আবেগে আপ্লু¬ত হয়ে কনস্টেবল সেলিম হাওলাদার বলেন, জীবনে কখনো কল্পনাও করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাবো। ওসি স্যারসহ সকল সহকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 

সেলিম হাওলাদার ঝালকাঠি উপজেলার ভারুকাঠি গ্রামের মোঃ মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে। ১৯৮৪ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন তিনি। আগৈলঝাড়া থানায় ৩ বছর ৬ মাস কর্মরত থেকে শনিবার (৩১ জুলাই) তিনি অবসরে যান।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন