ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় মাছের ঘের থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের একদিন পর তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী সানজিদার (৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।  রোববার রাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ ।

নিহত সানজিদা ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের শীষ আলমের মেয়ে।বিষয়টি  নিশ্চিত করেছেন  মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান । এ আগে গত ৩১ জুলাই বিকালে নানা বাড়ি থেকে পাশ্ববর্তী খালার বাড়ি যাওয়ার পথে সানজিদা নিখোঁজ হয়।

জানা গেছে  গত প্রায় এক মাস পূর্বে  মা রাহিমা বেগমের সাথে মনষাতলী গ্রামে নানা শাহ আলমের বাড়িতে বেড়াতে আসে সানজিদা।  শনিবার (৩১ জুলাই ) বিকাল তিনটার দিকে পাশ্ববর্তী খালা বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সানজিদা। এরপর আর তার সাথে কারো কথা হয়নি।

রোববার (১ আগষ্ট) দুপুরে সানজিদার মা মেয়ের খবর জানতে তার বোন জান্নাতি বেগমকে মোবাইল করলে জানতে পারে সানজিদা তাদের বাসায় যায়নি। তাৎক্ষণিক দুই পরিবারের লোকজনসহ এলাকাবাসী গ্রামের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শেষে মালেক খলিফার সদ্য খনন করা মাছের ঘেরের পাশে গেলে ঘেরের পানিতে সানজিদার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান । পরে  মহিপুর থানায় জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,  সোমবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন