ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

অক্সিজেন সংকট নিরসনের দাবিতে করোনা ইউনিটের সামনে বিক্ষোভ

অক্সিজেন সংকট নিরসনের দাবিতে করোনা ইউনিটের সামনে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেবাচিম হাসপাতাল চত্ত্বরে করোনা ইউনিটের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন মাহাবুবুর রহমান, সরোয়ার মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তৃতাকালে বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মূল কারণ অক্সিজেন সংকট। অক্সিজেন সংকট দূর না হলে করোনায় মৃত্যুর হার কমবে না। বরং মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সর্বশেষ নির্ভরযোগ্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। অথচ এখানে নেই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। নেই অক্সিজেন প্লান্ট। চিকিৎসা সামগ্রীয় অপ্রতুল। করোনা ওয়ার্ডের বর্জ্য ফেলা হচ্ছে মূল ভবনের সামনেই। করোরা ওয়ার্ড এবং টয়লেটের অবস্থা বেহাল। এসব কারণে করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসক, নার্স সংকটের অজুহাত দেখিয়ে রোগীদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। অক্সিজেন পেতেও গুনতে হচ্ছে টাকা। কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির অভাব এবং দায়িত্ব অবহেলার কারণেই এ অনিয়ম হচ্ছে উল্লেখ করে অতি দ্রুত করোনা ইউনিটে অক্সিজেন সংকটের সমাধান এবং রোগীদের হয়রানি বন্ধের জোর দাবি জানান বক্তারা।

ঘণ্টা
ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনরা অংশগ্রহণ করেন। পাশাপাশি তারা চিকিৎসা পেতে তাদের হয়রানীসহ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন