ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক

     পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক
    স্নেহাংশু সরকার (বাঁয়ে) ও মজিবুর রহমান/ ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে স্নেহাংশু সরকার ও সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হক ফরাজী।

    এর আগে গতকাল বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন।


    ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার ৭৫৮ ভোটে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ পেয়েছেন ৪০২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মজিবুর রহমান ৪৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ পেয়েছেন ৪২০ ভোট।

    এই নির্বাচনে জেলা-উপজেলার ১৪টি ইউনিটের ১ হাজার ৫১১ কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন ভোট প্রদান করেন। দীর্ঘ ২৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রথম অধিবেশন এবং বেলা তিনটার দিকে দ্বিতীয় অধিবেশন শেষ হলে সন্ধ্যা ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১১টার পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে।

    জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ