ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 

    জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    বূহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল  মহানগরের উদ্যোগে জুলাই সনদ ঘোষণার দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান  বলেন, জুলাই সনদ ঘোষণার দাবি মেনে নেওয়া  জরুরী। আমরা চাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

    যারা জুলাই সনদ প্রদানের কার্যক্রমে বাধা দিচ্ছেন,তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানী করছেন। জুলাই আমাদের প্রেরণা।

    আমরা জুলাই সনদ প্রদানের দাবি আদায় না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো মাঠে ময়দানে, ইনশাআল্লাহ । আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি।

    ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজনের সঞ্চালনায় জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম।

    আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল  ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ গাজী ত্বলহা হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম ইমন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইমরান মীর, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবুল বশার প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ