আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা


বরগুনার আমতলী উপজেলার হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান ।
বিদ্যালয় নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য গত ৩০ জুন চার সদস্যের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল ।
ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য সাহাবুদ্দিন সেলিম, সম্পাদক পদে প্রধান শিক্ষক আউয়াল ।
সভাপতি ইমরান খান বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার একটি অনুকূল পরিবেশ গঠন করার চেষ্টা করব।
এইচকেআর
