ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার  সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা বরিশালের ৩ সরকারি দপ্তরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী !
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 

     বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “Career Counselling and Motivation” শীর্ষক এক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই ) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মো. মাহমুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের চাকরির বাজার, ব্যাংকিং খাতের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

    সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ