ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • আজকের রাশিফল: কুম্ভ-বৃষের প্রেম শুভ

    আজকের রাশিফল: কুম্ভ-বৃষের প্রেম শুভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) 

    ‘শ’ বা ‘স’ দিয়ে শুরু এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার উন্নতির যোগ। প্রেমের ক্ষেত্রে বাধা কেটে যাবে।

    শিক্ষাক্ষেত্রে উন্নতি। যাত্রাযোগে সফলতার ইঙ্গিত। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা।
     
    বৃষ (২১ এপ্রিল – ২১ মে) 
    স্বাধীন ব্যবসায় সাফল্য। কর্মে নতুন সম্ভাবনা। শিক্ষাযোগে সাফল্যের সম্ভাবনা। প্রেমযোগে শুভফল লাভ। পারিবারিক সমস্যার সমাধান।

    মিথুন (২২মে – ২১ জুন) 

    প্রেমের সম্পর্কের মনোমালিন্য মিটে যাবে। দাম্পত্য জীবন সুখের। কর্মে বাধা। ব্যবসায় সমস্যার যোগ। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সম্ভাবনা। বিদেশযাত্রার সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।

    কর্কট (২২ জুন – ২২ জুলাই) 

    বাধার মধ্যে দিয়েও সফলতার যোগ। কর্মে উন্নতির সম্ভাবনা। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলাফলের ইঙ্গিত। শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ।

    সিংহ (২৩ জুলাই- ২৩ আগস্ট)  

    অল্প পরিচিত কাউকে গোপন কথা বলে সমস্যায় পড়তে পারেন। কর্মে উন্নতির মাধ্যমে আর্থিক পরিস্থিতি কিছুটা চাঙা হবে। শিক্ষা নিয়ে সমস্যার সম্ভাবনা। আর্থিকযোগ শুভ।


    কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

    গোপন শত্রু থেকে আপনার সর্তক হওয়া দরকার। আর্থিক বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। ব্যবসার বিষয়গুলি নিজের মধ্যে রাখুন। প্রেম নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে আলোচনায় হিতে বিপরীত হতে পারে।


    তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 

    প্রেম নিয়ে মনে সংশয় আসতে পারে। শিক্ষাযোগ শুভ। যাত্রাপথে সমস্যার ইঙ্গিত। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। আর্থিকযোগ শুভ।

    বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

    কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করে সবার চোখ পড়তে পারেন। পরিমিত ঝুঁকি নিলে সফলতার সম্ভাবনা বেশি। কর্মে উন্নতির যোগ। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আছে।

    ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

    শারীরিক সমস্যার বিষয়গুলি নিয়ে সচেতন হওয়া দরকার। প্রয়োজনে প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের সাহায্য নিলে উপকার পাবেন। শিক্ষাযোগ সফল। প্রেমযোগ মিশ্র। কর্মে সমস্যা আছে। 

    মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

    পরিবারের সমস্যায় কোনো একক ব্যক্তির পক্ষ নিতে যাবেন না। নিরপেক্ষভাবে সমাধানের চেষ্টা করুন। দাম্পত্য সমস্যা থাকলে তার কারণ খুঁজে বের করুন। প্রেমযোগে বাধা। আর্থিকযোগ মিশ্র।

    কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

    এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার স্বপ্ন সফল হতে বেশ কিছুটা সাহায্য করবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি।

    মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

    কর্মে উন্নতির যোগ। প্রেমের প্রস্তাবে সফলতার সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। ব্যবসায় সমস্যার সমাধান।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ