ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • আর্থিক সমস্যার সমাধান কর্কটের, সাফল্য পাবেন বৃষ

    আর্থিক সমস্যার সমাধান কর্কটের, সাফল্য পাবেন বৃষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৬ মাঘ ১৪২৮, ২০ জানুয়ারি ২০২২, ১৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি, রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।
    জেনে নিন আপনার আজকের রাশিফল


    মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
    আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। বাড়তি কোনো কথা অশান্তি বাড়াতে পারে।

    বৃষ: (২১ এপ্রিল–২০ মে)
    সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে।

    মিথুন: (২১ মে–২০ জুন)
    সারাদিন বেশ ফুরফুরে কাটবে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন।

    কর্কট: (২১ জুন–২০ জুলাই)
    দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন। সারাদিনে যা কাজ করবেন, তা নিজেই নেতৃত্ব দেবেন বলে মনে হচ্ছে।

    সিংহ: (২১ জুলাই–২১ আগস্ট)
    কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি পাবেন। দিনের শেষভাগে আর্থিক উন্নত হতে পারে।

    কন্যা: (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)
    স্থির ও দুশ্চিন্তামুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আপনি আজ আর্থিক সুবিধা পেতে পারেন, তবে আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে।

    তুলা: (২৩ সেপ্টেম্বর–২১ অক্টোবর)
    ভালোভাবে দিনটি শুরু করেন। এতে আপনার উপকার হবে ও আপনি সারাদিন ধরে ভালো থাকবেন।

    বৃশ্চিক: (২২ অক্টোবর–২০ নভেম্বর)
    বাবা-মাকে অসম্মান করলে ভবিষ্যত সম্ভাবনা ক্ষুণ্ন হতে পারে। ভালো সময় কখনোই দীর্ঘ হয় না।

    ধনু: (২১ নভেম্বর–২০ ডিসেম্বর)
    পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। বিলম্বিত টাকা পরিশোধ হওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে।

    মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)
    আপনার ক্ষমতা শক্তি বাড়তে পারে। পরিবারের কারো কাছ থেকে টাকা ধার নিলে ফিরিয়ে দিন, আপনার ভালো হবে।

    কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
    আপনার ব্যক্তিত্ব সুগন্ধির মতো কাজ করবে। পাওনাদার আপনার এসে দরজায় কড়া নাড়বে। পাওনা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করবে।

    মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
    ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে, কিন্তু এ চাপ সামলাতে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ