ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • সাবেক এমপির পোড়া বাড়ি সংস্কারের চেষ্টা, ফের আগুন দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে: ফয়জুল করিম কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে বাবুগঞ্জ যুবদলের ফলপ্রসূ বৈঠক  নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি : ইসি মিয়ানমার-আরাকান আর্মির ওপর ঐক্যবদ্ধ আন্তর্জাতিক চাপ জরুরি ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের ‘রহস্যজনক’ মৃ*ত্যু তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা করেছেন : সাইফ মাহমুদ জুয়েল  নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান  শেখ হাসিনার পালানোর দিন মোছা হয় ১ হাজার কলরেকর্ড ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
  • স্পেনের মাদ্রিদে বসন্ত বরণ ও পিঠা উৎসব

    স্পেনের মাদ্রিদে বসন্ত বরণ ও পিঠা উৎসব
    স্পেনে পিঠা ‍উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে গত ১৬ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ‍আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে সাজেন তরুণীরা।

    ঋতু রাজ বসন্ত বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙে বিভিন্ন রকমের দেশীয় সাজসজ্জায় শিশু-কিশোরসহ সকলের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলার ঐতিহ্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া-দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত।

    লাল-নীল, সবুজ, বেগুনি রঙের সুতি, জামদানি শাড়ি ও পাঞ্জাবি পরে বাহারি পিঠার ঝুড়ি নিয়ে সবাই হাজির হন এই উৎসবে। অনুষ্ঠানে পুলি পিঠা, চিতই, ফুলঝুড়ি, গোলাপ, পাটিসাপটা, ভাপা, নকশি পুলি, দুধ চিতই, তেলের পিঠা, নকশি পিঠা, দুধ পুলি ছাড়াও ছিল শিঙাড়া ও পেঁয়াজু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন হানিফ মিয়াজি ও ফারজানা ইসলাম আখি।

    বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাবাপিয়েস সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পয়ানিয়ার হল রুমে আয়োজিত উৎসবে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পয়ানিয়ার পরিচালক এস আর আই এস রবিন, কমিউনিটি ব্যক্তিত্ব জাহিদুর রহমান দিদার, কাজী জসিম, টিটন বিশ্বাস, সুজন মুন্সি, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক জিয়াউল হক জুমন, আব্দুস সাত্তার, মাহবুব আলম, আলামগীর হোসেন, সায়েক মিয়া, হিমেল, মাসুম শেখ, মোঃ সাগরসহ আরো অনেকে।

    অংশগ্রহণকারী সবাই আগামীতেও প্রবাসীদের নিয়ে এমন আনন্দঘন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

    শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনা করেন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্প্যানিয়ার শিল্পী হানিফ মিয়াজী,  আল আমিন, অর্পিতা, তৃষা, সায়েবা ও তোহা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ