ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • শততম জন্মদিনে ধুমধাম করে বিয়ে!

    শততম জন্মদিনে ধুমধাম করে বিয়ে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘোড়ার গাড়ি, আতশবাজি,  অতিথিদের জন্য ভোজ– বিয়ের আয়োজন ছিল জমজমাট। শততম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এভাবে ধুমধাম করে বিয়ে করলেন শতায়ু এক বৃদ্ধ।  

    কনের বয়সও নেহায়েত কম হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বিশ্বনাথ সরকার বুধবার বিয়ের করেন ৯০ বছব বয়সী সুরধ্বনিকে।  তবে এই দম্পতির এটা দ্বিতীয়বারের বিয়ে। 

    ১৯৫৩ সালে বিশ্বনাথের হাত ধরে সংসারজীবন শুরু করেন সুরধ্বনি। এরপর একসঙ্গে পাড়ি দিয়েছেন ৬৮ বছর। তাই শততম জন্মদিনের আনন্দক্ষণে দীর্ঘদিনের সঙ্গীর গলায় ফের মালা পরালেন বিশ্বনাথ। 

    বিশ্বনাথ-সুরধ্বনি দম্পতির ছয় সন্তান। তাদের নাতি-নাতনি ২৩ জন। মূলত নাতি-নাতনিরাই তাদের বিয়ের মূল আয়োজক।

    বিয়ে উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বিশ্বনাথ-সুরধ্বনি নাতি-নাতনি ও তাদের ছেলে মেয়েরাও এসেছিলেন।

    বিয়ের আয়োজন প্রসঙ্গে তাদের নাতি পিন্টু মণ্ডল বলেন, যেভাবে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নতুন কনে আসেন, ঠিক সেভাবেই বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছিল। 

    যেহেতু বিশ্বনাথ-সুরধ্বনি  জিয়াগঞ্জের বেনিয়াপুকুর গ্রামের একই বাড়িতে থাকেন, তাই সুরধ্বনিকে ৫ কিলোমিটার দূরে তাদের পূর্বপুরুষের ভিটা বামুনিয়া গ্রাম থেকে নিয়ে আসা হয়। সেই বাড়িতে সুরধ্বনিকে ২ দিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল।

    সেই বাড়িতে সুরধ্বনিকে কনে সাজিয়ে দেন নাতনিরা। ধুতি পাঞ্জাবিতে বিশ্বনাথ বরের সাজে সাজিয়ে দেন নাতিরা। 

    বিয়ে উপলক্ষ্যে প্রতিবেশীদের নিমন্ত্রণ জানিয়ে ভূড়িভোজও করানো হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ