ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় নির্মিত হচ্ছে হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র

মনপুরায় নির্মিত হচ্ছে হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরা দ্বীপে হচ্ছে সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র। ২০ বছর মেয়াদি এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে। মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ জন গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাবে। ফলে এই দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। তিন মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)। 

সোমবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে সরকারের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। এই কেন্দ্র থেকে মনপুরা দ্বীপের প্রায় ২০ হাজার বাসিন্দা সরকারি রেটে বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ধরা হয়েছে ২০ বছর।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল, ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির এবং ডব্লিউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ সই করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, মনপুরার এই বিদ্যুৎকেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সঙ্গে ব্যাটারি এবং ডিজেল থাকবে। তবে কোনো অবস্থায় ডিজেল থেকে ১০ ভাগের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। নবায়নযোগ্য জ্বালানি থেকে আরো বিদ্যুৎ পেলে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সহজ হতো। এই বিদ্যুৎকেন্দ্র হতে মনপুরার জনগণ গ্রিডের মান সম্পন্ন বিদ্যুৎ পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ, স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান বক্তব্য দেন।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন