লঞ্চের কেবিন থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ২


ভোলার বোরহানউদ্দিনে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মির্জাকালু নৌ ফাঁড়ি পুলিশ।
নৌ ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে এমভি ফারহান ৮ লঞ্চে বিশেষ অভিযান পরিচালনা করে ভিআইপি কেভিন থেকে ২৯টি প্যাকেটে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করেন।
আটককৃত আসামীগণ হলেন- আব্দুল করীম (৪৫) মো. লিমন (৩৫)। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম।
এএজে
