ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news

উপকূলে সুপেয় পানি নিশ্চিতের লক্ষে ভোলায় মানববন্ধন

উপকূলে সুপেয় পানি নিশ্চিতের লক্ষে ভোলায় মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপকূলীয় সকল মানুষের জন্য সুপেয় পানি নিশ্চত করার দাবিতে ভোলায়  বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থী ও সংগঠনের সম্মনয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ আগষ্ট) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে  একশন এইড এর সহযোগীতায় কর্মসূচিতে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ অংশ নেয় ।

এছাড়াও ভোলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

এসময় বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুব আলম, কোস্ট ফাউন্ডেশনের টিম লিডার  রাশিদা বেগম, ভোলা জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি মামুনুর রশীদ, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সভাপতি আদিল হোসেন তপু, সহ-সভাপতি মাইনুল এহসান, সদস্য জিসান, নুরে মোবাশ্বের, মুনতাহা, রাব্বি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির এই সংকট দীর্ঘদিনের। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-যাপনের জন্য প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের  নেতিবাচক প্রভাব পড়েছে। সুপেয় পানির সমস্যা পুরো উপকূল জুড়ে । লবনাক্ত পানিরৎ কারণে উপকূলের নারী ও শিশু কিশোর-কিশোরীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পরছে ও রোগাক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। তাই উপকূলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানির নিশ্চিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিও জানান তাঁরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন