ভোলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার


ভোলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে খুশি ভুক্তভোগীরা।
রবিবার সকালে ভোলা জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার এসআই আরিফ এর মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা ওসি (ডিবি) সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এসআই আরিফ জানান, থানায় মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরীর ভিত্তিতে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে।মোবাইল ফোনগুলো বিভিন্ন ব্র্যান্ডের এ্যান্ড্রয়েড ফোন। মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পর তা সচল থাকলে উদ্ধার করা সম্ভব। সঠিক তথ্য দিয়ে জিডি বা অভিযোগ করলে তা দ্রুত উদ্ধার সম্ভব। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে মোবাইল মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এইচকেআর
