ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিনকে (৩০) আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বিষখালী নদী সংলগ্ন বাদুরতলা এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটক রুহুল জেলার পরিখাল এলাকার মৃত আনোয়ার মৃধার ছেলে।  

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে রুহুলকে আটক করা হয়। এ সময় ১ তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন