ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় ব্রাকের প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সিদ্দিক, সম্পাদক মিজান

 বানারীপাড়ায় ব্রাকের প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সিদ্দিক, সম্পাদক মিজান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম, ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেশন (প্রত্যাশা-২) প্রকল্পের  প্রবাস বন্ধু ফোরামের সভা বানারীপাড়ায় চাখার ব্রাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিদেশ ফেরত বিভিন্ন অসহায় ব্যক্তির সহায়তার বিষয়ে আলোচনা করেন,  ব্রাকের দেবানন্দ মন্ডল এম.আর.এস.সি কো-অর্ডিনেটর, তানভীর আহমেদ, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন, এম আর এস সি, শোভন খান প্রোগ্রাম অর্গানাইজার, বানারীপাড়া এস মিজানুল ইসলাম, শাজাহান, নাজমীন জাহান পলি প্রমুখ।

আলোচনা শেষে বানারীপাড়া প্রবাস বন্ধু ফোরামের কমিটি  গঠন করা হয়। ফোরামের সভাপতি বাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,  সহ-সভাপতি নারীনেত্রী নাজমিন জাহান পলি, সাধারণ সম্পাদক বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক ও  সাংবাদিক এস মিজানুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক সাবেক কলেজ শিক্ষক শাজাহান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল ইসলাম বেলাল, সদস্য এমআরএসসি(ব্রাক) দেবানন্দ মন্ডলসহ ১৫ সদসের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন