ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

হিজলায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হিজলায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চর কুশরিয়া গ্রামে ছিদ্দিক রাড়ীর বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ছিদ্দিক রাড়ীর স্ত্রী রাশিদা বেগম (৩০) বসত ঘরের পাশের ডোবা থেকে মাটি উত্তোলন করে। 
 
এ নিয়ে তার শ্বশুর হাজিল রাড়ী, মাইদুল রাড়ী, জসিম রাড়ী এবং মাইদুল ও জসিমের স্ত্রীর রাশিদা বেগমকে ইট দিয়ে পিটিয়ে মাথা রক্তাক্ত করে তার বসত ঘর ভাংচুর করে। ছিদ্দিক রাড়ী জানায়, আমি মেমানিয়া কাজে গিয়েছিলাম তখন আমার স্ত্রীকে মারধর করে ঘর ভাংচুর করে জমি বিক্রি করা নগদ ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। 

আহত রাশিদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হাজিল রাড়ী জানান, আমার জমির মাটি নিয়ে যায় সে জন্য মাইদুল ও জসিম বাধা দিয়েছে। মারধর ও বসতঘর ভাংচুর করা হয়নি। 

এ ব্যাপারে হিজলা থানা অফিসার ইনচার্জ জুবায়ের বলেন,  মারধরের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন