ভাণ্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নদী থেকে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার স্থানীয় লিয়াকত মার্কেট নামে খ্যাত লাগোয়া পোনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
তারা আরো জানান, ওই যুবক প্রায়ই ভাণ্ডারিয়া থেকে নদীতে সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভাণ্ডারিয়া যেতেন। ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার বেলা ৩ টার দিকে মলিক বাড়ি সংলগ্ন পোনা নদীতে ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এইচকেআর
