ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

ভাণ্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

 ভাণ্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নদী থেকে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার স্থানীয় লিয়াকত মার্কেট নামে খ্যাত লাগোয়া পোনা নদী থেকে  এ লাশ উদ্ধার করা হয় ।

 তিনি  উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক গত বৃহস্পতিবার  থেকে নিখোঁজ হন। তাকে ওই দিন দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির সামনের পোদ্দার খালে গোসল করতে নামতে দেখে। 

তারা আরো জানান, ওই যুবক প্রায়ই ভাণ্ডারিয়া থেকে নদীতে সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভাণ্ডারিয়া যেতেন। ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার বেলা ৩ টার দিকে  মলি­ক বাড়ি সংলগ্ন পোনা নদীতে  ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ  মরদেহটি উদ্ধার করে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ