ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে বিদ্যুৎ স্পর্শে  মোঃ হাফিজ হাওলাদার (৩৫) নামের এক গাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জলিল হাওলাদারের ছেলে। 

জানা গেছে,৭ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের গাছ ও রিং স্লাব ব্যবসায়ী  হাফিজ হাওলাদার গোয়াল ঘরে গরুর জন্য ঘাস নিয়ে যান। পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা গোয়াল ঘরের টিনের চালায় তার মাথার স্পর্শ লাগলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। 

পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন