ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়।

এ উপলক্ষে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, নারী নেত্রী এলিনা জাহিনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বঙ্গবন্ধু তাকে এ নামেই ডাকতেন। তার পিতার নাম শেখ জহুরুল হক এবং মাতার নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি ৫ বছর বয়সেই পিতামাতা হারান। ৮ বছর বয়সে চাচাতো ভাই শেখ মুজিবর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর থেকেই তিনি ছিলেন জাতির পিতার আমরণ সঙ্গী। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে স্বাধীনতা বিরোধীদের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকান্ড অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন। শেষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ৭জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন