উজিরপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

উজিরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার বেলা ১১ টায় উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আঃ হাকিম সেরনিয়াবাত প্রমুখ।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আওয়ামীলীগ নেতা উত্তম কুমার হালদার, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, মহিলা সংস্থার নেত্রী বিউটি বেগম, নারী নেত্রী মোর্শেদা পারভিন প্রমুখ। সভা শেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
এইচকেআর