অক্সিজেন সেবা চালু করেছে জেলা প্রশাসন

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিনামূলে অক্সিজেন সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। রোববার (৮ আগস্ট ) বরিশাল সার্কিট হাউজে এ অক্সিজেন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না, বাসায় বসে চিকিৎসা গ্রহণে করছেন, পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য এই অক্সিজেন সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীরা সহায়তা চাওয়া মাত্রই বাড়িতে অক্সিজেন পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
তিনি বলেন, ‘যাদের অক্সিজেন পেতে আমাদের নির্ধারিত হেল্প আইন নম্বর অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘মিডিয়া সেল বরিশাল জেলা প্রশাসন’ জানালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় পৌঁছে যাবে স্বেচ্ছাসেবকরা।
তিনি আরও বলেন, ‘শুধু অক্সিজেন সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না তারা; অক্সিজেন কিভাবে লাগাতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দিবেন আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম। জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংক এর সদস্যরা।
অক্সিজেন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের এনডিসি মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাব বরিশাল মহানগরের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাব এর এডভাইজার এ.এফ.এম আনোয়ারুল হক, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সহ-সভাপতি কাজী আল মামুন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানিয়েছে, ‘রোটারি ক্লাব অব বরিশালের পক্ষ থেকে করোনা আক্রান্ত অসহায় রোগীদের সহযোগিতার জন্য ৮০টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দিচ্ছেন তাঁরা।
অক্সিজেন এবং ওষুধ সহায়তা পেতে হটলাইন (এনডিসি ০১৭৪৫০৩৬৫৪০, নাজির ০১৭১২৭০০৩৩৮, মোঃ আসাদ শেখ ০১৯৬৯৭৯৩৮৭৬, রুবেল ০১৭৬৭৫৮১৭২২, মাসুদ ০১৯৯৯৭৮৫৮৯৩) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এইচকেআর