ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

শোকার্দ্র আগস্ট স্মরণে ৭১'র চেতনা’র ‍উদ্যোগে মাসব্যাপী সিরিজ ওয়েবিনার

শোকার্দ্র আগস্ট স্মরণে ৭১'র চেতনা’র ‍উদ্যোগে মাসব্যাপী সিরিজ ওয়েবিনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শোকার্দ্র আগস্ট স্মরণে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শনভিত্তিক মাসব্যাপী সিরিজ ওয়েবিনারের আয়োজন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় ‍উদ্বুদ্ধ মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১'র চেতনা। বঙ্গবন্ধুর জীবনীকেন্দ্রিক ভিন্ন ভিন্ন শিরোনামে ৯ টি পর্বে মাসব্যাপী ‍এই সিরিজ ওয়েবিনারের আয়োজন করেছে সংগঠনটি। ‍

এর মধ্যে দেশের আলাদা আলাদা বিভাগকেন্দ্রিক ৮ টি বিভাগে ৮ টি পর্ব অনুষ্ঠিত হবে। সবশেষ সকল বিভাগ নিয়ে অনুষ্ঠিত হবে ওয়েবিনারের ৯ম পর্ব। প্রতিটি পর্বেই দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ আলোচনা করবেন বলে জানিয়েছে ৭১'র চেতনার কেন্দ্রীয় কমিটি। আয়োজনের ২য় পর্ব বরিশাল বিভাগে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৯ টায়। 

২য় পর্বের ওয়েবিনারে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ের ‍উপর অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে আলোচনা করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, , বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস ‍‍এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম। 

ওয়েবিনারের ১ম থেকে ৯ম- সবগুলো পর্ব ৭১'র চেতনার কেন্দ্রীয় ফেসবুক পেইজ https://www.facebook.com/71.er.chetona/ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সিরিজ ওয়েবিনার উপভোগের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন