ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় ভিটাবাড়ি দখলের অভিযোগ

পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় ভিটাবাড়ি দখলের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় প্রতিপক্ষের দাবীকৃত চাঁদা না দেওয়া প্রায় ২৫ একর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ভুক্তভোগী মোঃ ইয়াছিন আলী হাওলাদার ২৮ জুন বরগুনা দ্রুত বিচার আদালতে  ফারুক মোল্লা (৪৫), জহির মোল্লা (৪০), জসিম (৩৫) সাবিদ (২৫) সাঈম (২২) নাসির মীর (৪০) হারুন (৪০) বাদল মোল্লা (৪০) এছকান্দার মোল্লা (৫৫) রুনু বেগম (৫০) রিনা (৪২)সহ মোট ১১ জনকে আসামী করে একটি মামলা দায়েরকরাসহ ২ আগস্ট  পাথরঘাটা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেছেন।

মামলার এজাহার ও সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে পাথরঘাটা উপজেলার ২ নং নাচনাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের বাসীন্দা মোঃ ইয়াছিন আলী হাওলাদারের সাথে জ্ঞানপাড়া মৌজার প্রায় ২৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল উল্লেখিত ব্যক্তিদের সাথে। 

উক্ত বিরোধকে কেন্দ্রকরে প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবী করে আসছিল।
তারই ধারাবাহিকতায় ২৬ জুন আসামীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় আসামীরা ওইদিন থেকে ৩০ জুন পযন্ত পাঁচদিন ভেকুদিয়ে ইয়াছিন আলী হাওলাদার এর ভোগদখলীয় বাড়ি ও ভিটাসহ প্রায় ২ একর জমি চটে তার ব্যবহৃত পুকুর ভরাট করে এবং বাড়ির ভিটায় রোপনকৃত ১০ লক্ষ টাকার প্রায় তিন শতাধিক গাছ উপড়ে নষ্ট করা ছাড়াও প্রতিপক্ষ তারকাটা দিয়ে জমি তাদের দখলে নেওয়ার চেষ্টা করে।

এসময়ে বাধা দিতে আসলে আসামীরা ইয়াছিন আলী হাওলাদার এর ছেলে মেয়েসহ তার পরিবারকে পিটিয়ে গুরুতর আহত করে।

ইয়াছিন আলী হাওলাদার বলেন, প্রতিপক্ষ মোঃ ফারুক মোল্লা ও জহির মোল্লা আমিরিকার বাসীন্দা। তারা অনেক টাকার মালিক তাই তারা টাকার জোড়ে আইন- আদালতের তোয়াক্কা না করে আদালতের আদেশ অমান্যকরে আমাদের জমি দখলকরাসহ একেরপর এক আমাদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে হয়রানি করে আসছে।

ইয়াছিন আলী হাওলাদার বলেন প্রতিপক্ষরা অহরহ আমি ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি বলেন বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এব্যাপারে প্রতিপক্ষ নাসির মীর এর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন ইয়াছিন হাওলাদার কোন শালিস মীমাংসা মানেনা। তাই আমরা আমাদের জমি দখল করছি।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন