নগরীতে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

বরিশাল নগরীতে ফুটপাতের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতা সহ ২ জন নিহত হয়েছে । নগরের বান্দ রোড এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ভোরে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন স্থানীয়রা। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় যাওয়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরসাইকেলের। এ সময় ওই দুই যুবক সড়কে ছিটকে পড়লে আহত হন তারা। হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।
এইচকেআর