ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে বৃষের

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে বৃষের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ ৭ ভাদ্র বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, ২২ আগস্ট ২০২১ এবং ১২ মহররম ১৪৪৩ হিজরি রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।


দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভালো কাজে সুনাম হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হবে। আয়ের পথ সুগম হবে। বন্ধুর সাহায্য পাবেন। শরীর নিয়ে সমস্যা কমবে। পারিবারিক দ্বন্দ্বের সমাধান হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। ব্যবসায়িক কাজে সাফল্য লাভের সম্ভাবনা। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। সীমাবদ্ধতাকে জয় করতে হবে।

মিথুন (২২ মে-২১ জুন)
মানসিক চাপ থাকলেও দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। অসতর্কতায় বিপদের আশঙ্কা। অসমাপ্ত কাজ শেষ করুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগসট)
যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। কিছুটা আর্থিক চাপ থাকলেও সমস্যা হবে না। কৌশলী হলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) 
বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। প্রত্যাশিত কাজে ঝামেলা দেখা দিতে পারে। কাজে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা আছে। ভালো কাজে সুনাম বাড়বে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের পথ পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যকে প্রশ্রয় দেবেন না।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
সামাজিক কাজে সুনাম বাড়বে। স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর নিয়ে সমস্যা কমবে।

ধনু (২৩ নভেম্বর-৩১ ডিসেম্বর)
প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়িক আয়-রোজগার বাড়বে। আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। মন ভালো রাখুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। নতুন কাজের যোগাযোগ আসবে। অর্থের ঘর শুভ। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। শরীরের যত্ন নেবেন।

কুম্ভ (২২ জনুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। মানসিক আনন্দ বাড়বে। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না, ভালো থাকবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নতুন পরিকল্পনার অগ্রগতি। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন আসবে। পুরনো সমস্যা কিছুটা মিটবে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। সবকিছু সময়মতো নাও হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন