ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার  সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা
  • কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে বৃষের, ভালো কাজে সুনাম হবে মেষের

    কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে বৃষের, ভালো কাজে সুনাম হবে মেষের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
    আজ ২৩ আগস্ট ২০২১; সোমবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

    মেষ:
    ভালো কাজে সুনাম হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হবে। আয়ের পথ সুগম হবে। বন্ধুর সাহায্য পাবেন। শরীর নিয়ে সমস্যা কমবে। পারিবারিক দ্বন্দ্বের সমাধান হবে।

    বৃষ:
    কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। ব্যাবসায়ীক কাজে সাফল্য লাভের সম্ভাবনা। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। সীমাবদ্ধতাকে জয় করতে হবে।

    মিথুন:
    মানসিক চাপ থাকলেও দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে।

    কর্কট:
    সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। অসতর্কতায় বিপদের আশঙ্কা। অসমাপ্ত কাজ শেষ করুন।

    সিংহ:
    যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। কিছুটা আর্থিক চাপ থাকলেও সমস্যা হবে না। কৌশলী হলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

    কন্যা:
    বেকারদের চাকরিসংক্রান্ত তদবিরে অগ্রগতি। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। প্রত্যাশিত কাজে ঝামেলা দেখা দিতে পারে। কাজে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।

    তুলা:
    অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা আছে। ভালো কাজে সুনাম বাড়বে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের পথ পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যকে প্রশ্রয় দেবেন না।

    বৃশ্চিক:
    সামাজিক কাজে সুনাম বাড়বে। স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর নিয়ে সমস্যা কমবে।

    ধনু:
    প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। ব্যাবসায়িক আয়-রোজগার বৃদ্ধি পাবে। আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। মন ভালো রাখুন।

    মকর:
    আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। নতুন কাজের যোগাযোগ আসবে। অর্থের ঘর শুভ। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। শরীরের যত্ন নেবেন।

    কুম্ভ:
    কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। মানসিক আনন্দ বাড়বে। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না, ভালো থাকবেন।

    মীন:
    নতুন পরিকল্পনার অগ্রগতি। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন আসবে। পুরনো সমস্যা কিছুটা মিটবে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। সব কিছু সময় মতো না-ও হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ