ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কর্মস্থল থেকে ছুটি পেতে একই নারীকে ৪ বার বিয়ে!

কর্মস্থল থেকে ছুটি পেতে একই নারীকে ৪ বার বিয়ে!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

একই মহিলাকে কোনও পুরুষ চার বার বিয়ে করে? অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে তাইওয়ানের তাইপেইতে। এক ব্যক্তি একই নারীকে তিনবার ডিভোর্স দিয়ে চারবার বিয়ে করেন। এবং পুরো ব্যাপারটি ঘটে ৩৭ দিনের মধ্যে। কেন এরকম আশ্চর্য কান্ড? জানা গেছে, ওই ব্যাক্তি একটু দীর্ঘ ছুটি চেয়েছিলেন। দিতে অস্বীকার করে তার অফিস। তখনই তিনি বিয়ের সংখ্য়া বাড়ান। কারণ বিয়ে করলে ছুটি দিতে বাধ্য় ওই সংস্থা।

পেশায় ব্যাংককর্মী এই ব্যক্তি বিয়ের জন্য সবেতন ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর হয় ৮ দিন। বিয়ে করেন তিনি। কিন্তু ৮ দিনের মাথায় তিনি বউকে ডিভোর্স দিয়ে আবার বিয়ের দিন ধার্য করে ব্যাংকে আবার ছুটির আবেদন করেন। আবার ছুটি মঞ্জুর হয় এবং তিনি ৭ দিনের সাবেক বউকেই ফের বিয়ে করেন। এবং পরের ছুটির শেষ হওয়াড় আগেও তিনি একই কান্ড করেন। এরকম তিনবার ঘটার পরে পরের বার ওই কর্মী আবার বিয়ের ছুটির আবেদন করলে ব্যাংক তাকে সেই ছুটি দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, ওই কর্মীকে তারা সবেতন ছুটি শুধু তার প্রথম বিয়ের জন্য দেবে বলে জানায়।

এরপর ওই ব্যক্তি অফিসের এই সিদ্ধান্তে মোটেই ঘাবড়ে যান না। উল্টে তিনি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেন। সব শুনে বিয়ের ছুটি না দেওয়ার অপরাধে সেই ব্যাংকেই জরিমানা করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানান, ওই ব্য়ক্তির অন্যায্য কাজ করেছেন। কিন্তু সেটা জেনেও আদালত জানিয়ে দেন, লোকটির আচরণ অযৌক্তিক, কিন্তু শ্রম আইনে এমন কোনও অনুচ্ছেদ নেই যাতে বলা রয়েছে, ছুটির জন্য কোনও ব্যক্তি একই নারীকে একাধিকবার বিয়ে করতে পারবেন না।

সূত্র: উইওন, নিউজ উইক।


/ইই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন