ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

কাঠালিয়ায় শিক্ষক হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববনন্ধন

কাঠালিয়ায় শিক্ষক হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববনন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় রাজাপুর-কাঠালিয়া-আমুয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার শৌলজালিয়া মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, সহকারী অধ্যাপক রমিজ উদ্দিন ও বিপ্লব কান্তি মন্ডল প্রমূখ। বক্তরা, শিক্ষক উৎপল কুমার হত্যাকারী আসামীকে ফাঁসি ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের লাঞ্চনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তাতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির করেন। মানববন্ধনের আয়োজনে করে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন